Share

টপিক: হেকায়াতে ছাহাবা -প্রথম অধ্যায়-(পর্ব-০৭)

আগের পর্ব
তিনি ঐ কাফেরদ্বয়ের সাথে মক্কা রওনা হলেন ।পথিমধ্যে তিনি একজন সাথীকে বললেন ,বন্ধু !তোমার তরবারিখানি তো বড়ই চমত্কার মনে হচ্ছে ?
সৌখিন লোক সামান্য কথাতেই মেতে উঠে ।লোকটি সঙ্গে সঙ্গে তরবারিখানা খাপ হতে বের করে হযরত আবু বাছীর (রাঃ)এর হাতে দিয়ে বলল ,দেখ ভাই !আমি এটা অনেক বার শত্রুর উপর পরিক্ষা করেছি ।আবু বাছীর (রাঃ )তলোয়ার খানা হাতে নিয়ে তার উপরেই পরিক্ষা চালালেন । দ্বিতীয় কাফির এই হত্যাকান্ড দেখে ভাবল এবার নিশ্চয় তাঁর পালা ।তত্ক্ষনাৎ দ্বিতীয় কাফির দ্রুত ছুটে মদীনায় গিয়ে প্রবেশ করে হুজুরে পাক (সাঃ)এর খেদমতে প্রকাশ করলেন ,হুজুর !আমার সাথীকে মেরে ফেলেছে ,এখন আমার পালা ।ঠিক এইসময় হযরত আবু বাছীর (রাঃ)ও সেখানে উপস্থিত হয়ে আরজ করলেন ,হুজুর !আপনি আপনার ওয়াদা পূর্ন করেছিলেন কিন্তু আমার সাথে তাদের তো কোন চুক্তিপত্র নেই ।এরা আমাকে আমার দ্বীন হতে ফেরাবার চেষ্টা করেছিল সেই জন্যই আমি তাঁর সাথীর সাথে এরূপ করেছি ।
হুজুর (সাঃ)উত্তরে বললেন ,এযে যুদ্ধের উষ্কানিমূলক কথা ,যদি এই ব্যাক্তির কোন সাহায্যকারী খাকতো ?
চলবে ..

দেশান্তরী..

জবাব: হেকায়াতে ছাহাবা -প্রথম অধ্যায়-(পর্ব-০৭)

চমত্কার ! চালিয়ে যান ।

ফোরামে আছি ।