Share

টপিক: মাসিক আলোর নিশান - এপ্রিল ২০১৩

প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ।জানুয়ারী ২০১৩ তে প্রকাশের ঘোষণা থাকলেওবিশেষ কারনবশত পাক্কা তিনমাস পর তথা এপ্রিল ২০১৩-তে প্রকাশিত হল মাসিক আলোর নিশান ।বনার্ঢ্য আয়োজন আর চমৎকার সব গল্প ,  কবিতা , প্রবন্ধ , কার্টুন , ধারাবাহিক উপন্যাস ছাড়াও রয়েছে আরও অনেক কিছু ।
আমাদের আগের একটি জনপ্রিয়অনলাইন ম্যাগাজিন মাসিক ভৌতিক বিশেষ কারনবশত বন্ধকরে দিলেও চেষ্টা করব মাসিক আলোর নিশান নিয়মিত প্রকাশ করতে ।অবশ্য তার অনেকটাই নির্ভর করে তোমাদের উপর ।প্রথম সংখ্যায় তোমাদের বেশকিছু লেখা পেয়েছি ।দ্বিতীয় সংখ্যার জন্যও তোমাদের প্রচুর লেখা চাই ।আমাদের কাছে লেখা পাঠাতে মেইল করোঃ
আমাদের ই-মেইলঃ mag@alor-nishan.com
অথবা, jabed.bhoiyan@gmail.com
এছাড়া সরাসরি আমাদের ফোরামেও লেখা জমা দিতে পারো । এজন্য http://alor-nishan.com এ গিয়ে নিবন্ধন করে নাও ।যাহোক অযথা আর সময় নষ্ট না করে পড়ে ফেল ম্যাগাজিনটি আর সুন্দর , সুষ্ঠ,অশ্লীলতামুক্ত সাহিত্যেরআলোয় আলোকিত করে নাও তোমাদের হৃদয় ।
ডাউনলোড করুন (PDF)
ডাউনলোড করুন (MOB)

ফোরামে আছি ।

জবাব: মাসিক আলোর নিশান - এপ্রিল ২০১৩

শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার আমন্ত্রণ রইল আমাদেরে এলাকায় মন্তব্য করা ও কিছু লিখার জন্য চলনবিল

Share

জবাব: মাসিক আলোর নিশান - এপ্রিল ২০১৩

not worthy  not worthy  ধন্যবাদ জাবেদ ভাই।