Share

টপিক: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন ।

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন সবাই ।একবার ভেবে দেখুন তো ?কতখনই বা লাগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে ?অথচ এই কয়েক ঘন্টা সময়ের জন্যই আমাদের বছরের পর বছর পুরতে হবে জাহান্নামের আগুন ।

হয়তো কেউ বলবেন রোজ গারের জন্য নামাজ পড়ার সুযোগ ,সময় পাইনা ।
না ভাই এইটা সম্পূর্ন ভুল ধারণা ।আল্লাহ্ পাক আমাদের এমন কোন ইবাদাত করতে দেন নাই যে ,যা পালন করতে গেলে আমাদের মনের ,স্বাস্থের ,কাজের ক্ষতি হয় ।সুতরাং সবাই চলুন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ও সুন্দরভাবে পালন করি ।আল্লাহ্ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন ।আমিন ।

ফোরামে আছি ।

Share

জবাব: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন ।

ইনশাল্লাহ্ অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে চেষ্টা করব ।

Share

জবাব: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন ।

ইনসাল্লাহ চেষ্টা করে যাব

Share

জবাব: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন ।

শাহাদাত হোসেন wrote:

ইনসাল্লাহ চেষ্টা করে যাব

ধন্যবাদ শাহাদাত ভাই ।

ফোরামে আছি ।