Share

টপিক: আলোর নিশানের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র রমযানের শুভেচ্ছা

বছর ঘুরে আবার চলে এলো পবিত্র মাস রমযান। আর এ মাসের সাথে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকনের সম্পর্ক রয়েছে ; আর তা হলে সিয়াম পালন:
হজ্জ যেমন জিলহজ্জ মাসের সাথে সম্পর্কিত হওয়ার কারণে সে মাসের মর্যাদা বৃদ্ধি করেছে এমনি সিয়াম রমযান মাসে হওয়ার কারণে এ মাসের মর্যাদা বেড়ে গেছে।
রহমত, মাগফেরাত আর নাজাত এর এই রমযান মাস আলোর নিশানের সদস্যসহ সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনকে করে তোলুক পরিশুদ্ধ।

ফোরামে আছি ।