Share

টপিক: বাড়িয়ে নিন ওয়াইফাই নেটওয়ার্ক স্পিড

http://www.banglapress.com.bd/wp-content/uploads/2015/11/45237-wifi17-11-15-600x466.jpg
নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে আপনার চারপাশ। হাতে স্মার্টফোন। আর তার বদৌলতে জগতটাও হাতের মুঠোয়। তবে সবসময় এতটা সহজ হয়ে ওঠে না। মাঝে মাঝে ইন্টারনেট এতই স্লো থাকে যে আপনি ছোট আকারের কোন ফাইল ডাউনলোড দিয়ে অনায়াশেই এক ঘুম ঘুমিয়ে নিতে পারে।

তারপরও সেই একই সমস্যা। নেটওয়ার্ক নেই। ভাবলেন ওয়াইফাই রাউটারের সমস্যা। ফের টাকা খরচ করে নতুন রাউটার নিলেন। এতে সমস্যা কমবে কিনা জানা নেই তবে, নেটওয়ার্ক বাড়াতে আপনাকে একটা ঘরোয়া টিপস দেওয়া যেতে পারে। চেষ্টা করে দেখতে পারে। টাওয়ার ‘স্টং’ হলেও হতে পারে।


আরো বিস্তারিত জানতে এখানে যান---
বাড়িয়ে নিন ওয়াইফাই নেটওয়ার্ক স্পিড